
এই আইডিয়াগুলো আপনার ঘরকে বাচ্চাদের জন্য স্বপ্নের স্থানে পরিণত করতে পারে।
শৈশব এর প্রধান কাজই হলো খুব খেলাধুলা করা। আর বাচ্চারা এতই চতুর হয় যে তারা যেকোনো অবস্থাতে যেকোনো কিছু নিয়ে মজার খেলাধুলায় মেতে উঠতে পারে। আপনিও আপনার ঘরকে কিছু অসাধারণ আইডিয়া দিয়ে এমন স্থানে পরিণত করতে পারেন যা আপনার বাচ্চাদের জন্য স্বপ্নের স্থানে পরিণত হবে এবং তাদের প্রতিনিয়তই চরম উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দিবে। আসুন দেখে নিই আইডিয়াগুলো।
এমন একটি লুকানো খেলার ঘর বানাতে পারেন।
© rhouse_design_build / instagram © rhouse_design_build / instagram
বাচ্চাদের রুমে প্রবেশের বিকল্প ব্যবস্থা হতে পারে এমন স্লাইড...
internet
চক বোর্ড দেওয়াল হতে পারে বাচ্চাদের সৃজনশীলতা প্রকাশের আদর্শ স্থান।
internet
যারা সবযায়গাতেই চড়তে চায় তাদের জন্য পারফেক্ট দেওয়াল।
internet
একটি ছোটো রুমের জন্য চমৎকার যায়গা।
© homedit
সিড়ির নিচে চমৎকার বই পড়ার স্থান
internet
বই প্রেমীদের জন্য অসাধারণ এবং আরামদায়ক স্থান
© alkarioma / imgur
আপনার শিশু শিল্পীটির জন্য রুমে ছোটোখাটো মঞ্চ বানিয়ে দিতে পারেন।
internet
স্বপ্নের দোলনা বিছানা
internet
যেভাবে সাজাতে পারেন আপনার শিশুর বেডরুম
internet
ঘরের ভেতর দোলনা সব সময়ই আনন্দের।
internet
ঘরের এককোণে একগাদা বালিশ দিয়ে বানিয়ে দিতে পারেন বাচ্চার খেলার ঘর।
internet
লাইট দিয়ে শিশুর রুম করে তুলতে পারেন আরো প্রাণবন্ত
© Natalie's sentiments
রুমের দরজায় চিঠির বক্স রাখতে পারেন।
internet
রুমের এক পাশে খেলনার গাড়ির জন্য রাস্তার ব্যবস্থা করে দিতে পারেন।
internet
অথবা বাড়ির পাশে...
© The Whoot
দরজাটি আকর্ষণীয় করে রাঙিয়ে দিতে পারেন।
© icctrack
জাদুর ছোঁয়া...
© indulgy
এমন রুম শিশুরা পছন্দ না করে উপায় নেই।
internet
রুমে চমৎকার তাক এর ব্যবস্থা করে দিতে পারেন।
internet
সুপ্রিয় দর্শক, আমাদের আয়োজন কেমন লেগেছে তা কমেন্টে জানান। আর আমাদের মাধ্যমে কোনো কিছু শেয়ার করতে চান তাহলে আমাদের পেইজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
সাথে থাকার জন্য ধন্যবাদ!