
তামিল-তেলেগু সুপারস্টার মহেশ বাবুর গল্প!
তেলুগু কিংবা তামিল সিনেমা দেখেন অথচ মহেশ বাবুকে পছন্দ করেন না এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া মুশকিল! তামিল সিনেমা ভক্তরা মহেশ বাবুর বিশাল ফ্যান। আমাদের আজকের এই পোস্টটিও সকল মহেশ বাবু ফ্যানদের উদ্দেশ্যে। প্রিয় তারকা সম্পর্কে যদি নতুন কিছু জানতে চান জেনে নিন!
indiatoday.in
ভারতীয় অভিনেতা মহেশ বাবু তেলেগুভাষী চলচিত্রে অভিনয়ের জন্য দারুণ বিখ্যাত। তার আসল নাম মহেশ ঘাট্টামানেনি। তিনি ১৯৭৪ সালের আগস্ট মাসের ৯ তারিখ জন্মগ্রহণ করেন। বাবা কৃষ্ণ ঘাট্টামানেনি অভিনেতা হওয়ার সুবাদে চারবছর বয়সেই মহেশ ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান। ১৯৭৯ সালে নিদ চলচিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া রাজাকুমারুডু চলচিত্রে তিনি প্রথম নায়কের চরিত্রে অভিনয় করেন।
news.ticket65.com
২০০৩ সালে ব্লকবাস্টার হিট সিনেমা ওক্কাডুতে তিনি একজন তরুণ কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেন। ওক্কাডু সেই সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে যায়। সিনেমাটি ভারতের অন্যান্য অনেক ভাষায় রিমেক হয়। ২০০৫ সালে মহেশ আতাডু সিনেমার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। আতাডু তেলেগু চলচিত্রশিল্পের আরেকটি সর্বোচ্চ আয় করা সিনেমা।
সিনেমার ক্যারিয়ারে ১৭ বছরে অভিনয় করেছেন ২২টা সিনেমায়। যার বেশিরভাগই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে আতাডু, ওক্কাডু, ওয়ান, বিজনেসম্যান, ডকুড়ু, স্রীমান্থুড়ু দারুণ উল্লেখযোগ্য। পকিরি, আথিধি, সিথাম্মা ভাকিতলো, খালেজা সিনেমাগুলোও ব্যাপক জনপ্রিয়।
India TV
তেলুগু অভিনেতাদের মধ্যে বিশ্বব্যাপী মহেশের ভক্ত সংখ্যাই বেশি! পারিশ্রমিকের দিক থেকে পাওয়ানের পরেই মহেশের অবস্থান। সর্বোচ্চ আয় করা ১০টি তেলেগু সিনেমার তালিকায় সর্বাধিক সিনেমা মহেশের, ৩টি। বাহুবলির পর ২য় সর্বোচ্চ আয় করা তেলুগু সিনেমা হচ্ছে মহেশের "স্রীমান্থুড়ু"।
রাষ্ট্রীয় ভাষা হিন্দিতে তিনি কোন সিনেমা করেননি। তেলুগু অভিনেতা হয়েও পুরো ভারতে এবং ভারতের বাইরেও দুর্দান্ত জনপ্রিয়তা তৈরি করা অভিনেতার নাম মহেশ! ফোবর্স ইন্ডিয়ান সেলেব্রেটি র্যাংকিং-এ গত কয়েকবছরই তিনি সাউথ অভিনেতাদের ভেতর শীর্ষে অবস্থান করছেন। প্রায় প্রতিবারই তাকে সেরা ৩০ ভারতীয় তারকার ভেতর পাওয়া যায়। বর্তমানে আছেন ৩৬ নাম্বার অবস্থানে!
Gulte
মহেশ বাবু কিন্তু শুধুমাত্র ভারতের দক্ষিণ অঞ্চল না বরং সমগ্র ভারতের সবচেয়ে সুদর্শন পুরুষদের একজন। হায়দ্রাবাদ টাইমসের জরিপে প্রায় প্রতিবারই মহেশ "Most Desirable Men" হয়ে থাকেন। টাইমস অফ ইন্ডিয়ার "Most Desirable Men" জরিপে ২০১১ সালে তার অবস্থান ছিলো ৫ম, ২০১২ তে ২য় এবং ২০১৩-তে হৃত্বিক, কোহলি, শাহরুখ, সালমানদের পেছনে ফেলে শীর্ষস্থান নিয়ে নেন মহেশ!
Img Pic
৪ বছর প্রেমের পর ২০০৫ সালে কো-স্টার নম্রতাকে বিয়ে করেন মহেশ বাবু। যে মহেশের চেয়ে আড়াই বছরের বড়! => তামিল অভিনেতা কার্থি তার ক্লাসমেট ছিলো। যখন তারা চেন্নাইয়ের এংলো ইন্ডিয়া হাইয়ার সেকেন্ডারি স্কুলে পড়ে। এছাড়া, সুরিয়াও মহেশের স্কুল ফ্রেন্ড।
twitter.com
মহেশ বাবু নিজে এখনো কোনো রিমেক সিনেমাতে অভিনয় করেননি আর হয়তো ভবিষ্যতেও করবেন না। কিন্তু তার বিভিন্ন মুভি বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে এবং হচ্ছে। যেমন- হিন্দিতে "ওয়ান্টেড", "তেভার"; কলকাতায় "বস", "চ্যালেঞ্জ টু", "ওয়ান্টেড", "জোর" ইত্যাদি সিনেমাগুলো মহেশ বাবুর সিনেমার রিমেক বা নকল।
জিতেছেন ৫টি ফিল্মফেয়ার, ৭টি নন্দি, ৩টি সিমহা, ২টি সান্তোষাম, ৩টি সিনে অ্যাওয়ার্ডস, ৩টি ভামসি অ্যাওয়ার্ডস-সহ আরো অনেক অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস দিয়ে বিচার করলে, তার আশেপাশে হয়তো নেই বর্তমান প্রজন্মের অন্য কোনো তেলুগু অভিনেতা।
IBTimes India
বলিউডের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন। কাজ করতে চান শুধুমাত্র তেলুগু সিনেমায়। শোনা যায়, আমেরিকায় বলিউড অভিনেতাদের থেকেও মহেশের ক্রেজ বেশি। সেখানে মহেশের জন্যেই পরিচিতি পেয়েছে টলিউড। এরকম আরো অনেক জায়গায়ই টলিউডকে দর্শক এনে দিয়েছেন মহেশ।