
তারকারা যখন ছবি নষ্ট করার ওস্তাদ!
পৃথিবীতে বাস করে ৭.৬ বিলিয়ন মানুষ! জনসাধারণের মাঝে একটা ছবি তুলতে গেলে ছবির পেছনে কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে যাদের কারণে ছবিটা হয় নষ্ট হয়, না হয় হয়ে উঠে আরো মজার। কিন্তু তারকারা যখন ছবির পেছনে এসে ছবি নষ্ট করে সেটাকে আপনি নষ্ট না বলে বলবেন সৌভাগ্য!
কিছু তারকা আছেন যারা অন্যের ছবির মাঝে ঢুকে পড়ে ছবিটাকে করে তোলে দারুণ হাস্যকর, চলুন তেমন কিছু মজার ছবিই আজ আমরা দেখবো!
জেনিফার লরেন্সকে ছবি নষ্ট করার জন্যেও অস্কার দেয়া হোক!
ryanseacrest
প্রিন্স হ্যারি যেন ছবি নষ্ট করার রাজা!
winnieharlow
মনে হচ্ছে এটা রাজ পরিবারের সবাই বেশ ভাল পারেন!
© chrishoy / twitter
এমন একটা নষ্ট ছবি আমিও চাই!
50cent
গোপনে ছবি তোলার সময়ে যখন তারকারা বুঝে যান!
© u/TreasureTrolls / reddit
রিয়ানা ছবিটা আরো দারুণ করে দিয়েছেন!
Bob Saget
জর্জ ক্লুনি যেন রোমান্টিক মুহুর্ত নষ্ট করার জন্যে লজ্জা পেয়েছেন!
cindycrawford
এমনভাবে কাউকে দেখলে ভয় পেতেই পারি!
Robbie Agnew
জ্যাক গিলেনহাল ছবি নষ্ট করার আসল ওস্তাদ!
© u/BoysHole / reddit
এই জন্যেই ভাইদের জন্ম!
joejonas
এই দুইটা দারুণ!
donald_aison
ছোট একটা ফটোবম্ব!
Keegan Allen ✔ @KeeganAllen
টম হ্যাঙ্কস যখন কারো বিয়ের ছবি নষ্ট করে দেয়!
megmillerphotography
নেইল প্যাট্রিক হ্যারিস একটা পারিবারিক ছবি নষ্ট করে দিলেন!
chrissyteigen
কার্দাশিয়ান পরিবার যখন ফটোবম্বের শিকার!
kimkardashian