
অত্যন্ত বিশাল আকৃতির এই জিনিসগুলো আপনার মনে বিস্ময়ের জন্ম দেবে!
আমরা এমন একটি প্রজাতি যাদের কাছে অসম্ভব কথাটা একদমই অর্থহীন। প্রতিনিয়ত নিত্য নতুন সম্ভাবনার দুয়ার তো আমরা খুলছি পাশাপাশি আবিষ্কারেও আমরা থেমে নেই। আজ আপনাদের সামনে এমনই কিছু চমৎকার অতি বিশাল স্থাপনা ও বস্তু উপস্থাপন করছে যা দেখে আপনি সত্যি অবাক হবেন।
১. অ্যারেসিবো অবসারভেটরি
Source: List25
পুয়ের্তো রিকোর অ্যারাসিবো শহরে অবস্থিত ১০০০ ফিটের এই অবসারভেটরি রেডিও টেলিস্কোপই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় একক অ্যাপারচার টেলিস্কোপ।
২. স্ট্র্যাটোলঞ্চ
Source: Cnet
এই বিমানটির ডানার দৈর্ঘ্য ফুটবল খেলার মাঠের চেয়েও বড়। ের ৬ টি ইঞ্জিন এবং ২৮ টি চাকা রয়েছে যা পৃথিবী উপরের দিকের বায়ুমণ্ডলে স্যাটেলাইট বহনকারী রকেট বহনের কাজে ব্যবহার করা হবে।
৩. রুংরাডো মে স্টেডিয়াম
youtube.com
এই অতিকায় বিশাল আকৃতির স্টেডিয়ামটি ১৯৮৯ সালে নির্মাণ করা হয়েছিল যেখানে ১,১৪,০০০ দর্শক বসানোর ব্যবস্থা রয়েছে। এই স্টেডিয়ামটি উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং এ ওয়েট ফর ইট নামক স্থানে অবস্থিত। এর মেঝের আয়তন প্রায় ২২ লাখ স্কয়ার ফুট। এটিই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ফুটবল স্টেডিয়াম।
৪. সবচাইতে বড় ওয়াইনের বোতল
Source: Thetaste
গিনেস রেকর্ড অনুযায়ী এন্ড্রি ভজেলের তৈরি এই মদের বোতলই হচ্ছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম মদের বোতল। ১৩ ফুট ৮.১৭ ইঞ্চি লম্বা এই বোতলে ৩,০৯৪ লিটার মদ প্রবেশ করানো হয়েছে!
৫. দুবাই মল
Source: Raynatours
দোকানিদের স্বর্গ বলে বিবেচনা করা হয় দুবাই মলকে যেখানে ১২০০ দোকান রয়েছে ২২ টি সুবিশাল সিনেপ্লেক্স রয়েছে। যার আয়তন ১ কোটি ৩০ লাখ স্কয়ার ফুট এবং বাজার মূল্য ২০ বিলিয়ন ডলারের ও বেশি। এটিই হচ্ছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম শপিং মল।
৬. বেলাজ ৭৫৭১০
Source: Miningengineersworld
বেলারুশের এই দৈত্যাকার ট্রাক বেলাজ- ৭৫৭১০ ই হচ্ছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ট্রাক। এই ট্রাকটি একবারে ৩৬০ টনের মতো বিশাল ভারী অজনের বস্তু বহন করতে পারে। অর্থাৎ প্রায় ৫০ টা লন্ডন বাসের সমান ওজন বহন করতে সক্ষম এই ট্রাকটি!
৭. সিম্ফনি অব দ্যা সি
Source: Aseancruising
রয়াল ক্যারাবিয়ান কোম্পানির বিশাল চমক এই সমুদ্রের দানব!
Source: Traveltriangle
৬০০০ এর ও বেশি যাত্রি এবং ২০০০ কেবিন ক্রু বহনে সক্ষম এই জাহাজ। জাহাজের ছাদে পার্টির স্থান যেখানে জাকজমক পরিবেশে পার্টি চলছে।
Source: Royalcaribbean
টাইটানিক জাহাজের চাইতে ৫ গুণ বড় এই জাহাজের মোট ওজন ২,৩০,০০০ টন। এটাই পৃথিবীর সবচাইতে বৃহত্তম ক্রুজ শিপ বা প্রমোদ জাহাজ।
৮. নিউ সেঞ্চুরি গ্লোবাল কমপ্লেক্স
Source: Tripandtravelblog
উচ্চতার দিক থেকে বুর্জ খলিফা বৃহিত্তম হতে পারে কিন্তু প্রশ্তস্ততার দিক থেকে চীনের নিউ সেঞ্চুরি গ্লোবাল কমপ্লেক্সই পৃথিবীর বৃহত্তম অবকাঠামো যার ফ্লোরের আয়তন ১ কোটি ৮৯ লাখ স্কয়ার ফুট। এর ভেতরে রয়েছে বিশাল হোটেল, বিশ্ববিদ্যালয় এবং কৃত্তিম সৈকত।
৯. মনস্টার বাইক
Source: Webwombat
মেকানিক রে বমেন এই দৈত্যাকার মটর বাইকটি তৈরি করেছেন। এটির দৈর্ঘ্য ২০ ফুট এবং ওজন ১৩ টন। বর্তমানে এটিই পৃথিবীর সবচাইতে বৃহত্তম মটর বাইক।
১০. দ্যা ব্যাগার ২৮৮ এক্সক্যাভেটর
Старые шутки с бородой
জার্মান কোম্পানি ক্রুপ এই বিশাল আকৃতির এক্সক্যাভটরটি নির্মাণ করেছে। এটি্র উচ্চতা ৩১১ ফুট এবং দৈর্ঘ্য ৭০৫ ফুট এর ওজন ৪৫,৫০০ টন। এটা জার্মানিতে কয়লা খননের কাজে ব্যবহার করা হয়। এটিই পৃথিবীর সবচাইতে বৃহত্তম এক্সক্যাভেটর।
১১. দ্যা গুস্টাভ গান
Source: Wikipedia
২য় বিশ্ব যুদ্ধের শেষের দিকে এই সুবিশাল বন্দুকটি অনেকটা ধ্বংস করা হয়েছিল। ১৫০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট উচ্চতা এবং প্রায় ১৫০০ টন ভর সম্পন্ন এই বন্দুকটিই ছিলো পৃথিবীর সবচাইতে বৃহত্তম বন্দুক।
১২. ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস জায়ান্ট প্যান্টস
Source: Beano
এই অন্তর্বাসটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অন্তর্বাস যার ভেতর ৪ টা বিশাল নীল তিমিকে অনায়াশে জায়গা দেয়া যাবে।
১৩. ওটাভিয়া পিঁজা
Source: Grist
রোমের সেফরা ৫০,০০০ পাউন্ডের এই বিশাল পিঁজা তৈরি করেছেন। যা তৈরি করতে ৫ টন টোমেটো ও ৪.৪ টন মোজারেলা চিজ ব্যবহার করা হয়েছে। এই বিশাল আকৃতির পিঁজার আকার অলেম্পিকের সুমিং পুলের আকারের সমান।
১৫. স্যান আলফ্যাসোনো ডেল মার
Source: Explorra
চিলির আলগারোবো নামক স্থানে সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত এই সুইমুল পুল এতটাই বিশাল যে দেখতে অনেকটা নদীর মতোন লাগে। প্রায় ১৯. ৭৭ একর স্থান নিয়ে গড়ে তোলা এই সুইমিং পুলটিই পৃথিবীর বৃহত্তম সুইমিং পুল।
Source: Explorra
এই পুলটির দৈর্ঘ্য ৩,৩২৪ ফুট।
আমাদের আয়োজনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন। সাথেই থাকুন...নতুন কিছু জানুন...