
বাগান প্রেমীদের জন্য প্লাস্টিকের বোতলের এই আইডিয়াগুলো অসাধারণ!
পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করে আপনার পছন্দের গাছ ইনডোর এবং আউটডোরে লাগাতে পারেন আর হতে পারেন পরিবেশ রক্ষায় একজন অন্যতম অগ্রদূত। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি পরিত্যক্ত প্লাস্টিক বোতলের ব্যবহার করে অসাধারণ কিছু বাগান করার কৌশল...
১. উইন্ডো ফার্ম বা জানালা ব্যবহার করে বাগান করা
Source: pinterest
যদি আপনি ঘরে সবসময় কোন না কোন সৃজনশীল কাজ করতে ভালোবেসে থাকেন তাহলে আপনি এই উইন্ডো ফার্মের আইডিয়া অবশ্যই পছন্দ করবেন! উইন্ডো ফার্মিং করতে আপনার খুব অল্প জায়গায়ই করতে পারবেন। আমরা আজ আপনাকে উইন্ডো ফার্মিং এর বেশ কিছু নির্দেশনা উপস্থাপিত করলাম।
২. দেয়ালে প্লাস্টিক বোতল
Source: Rosenbaum.com.br
এই অসাধারণ আইডিয়াটি আপনি বিশেষ করে লতা ও গুল্ম জাতীয় উদ্ভীদ কিংবা শাক সবজি লাগাতে কাজে লাগাতে পারেন। এই প্লাস্টিক বোতল দিয়ে তৈরি ভার্টিকাল বাগান মূলত ইন্টেরিয়র দেয়ালের সাথে বোতলের সাথে বোতল সুতা দিয়ে বেঁধে একটির সাথে অন্যটিকে যুক্ত করে বাগান করা হয়। পড়ে মাটি ভরাট করে গাছ রোপন করতে হয়। ছবিতে ভালো করে দেখলে বুঝতে পারবেন।
৩. প্লাস্টিক বোতল টাওয়ার গার্ডেন
Source: balconygardenweb-lhnfx0beomqvnhspx.netdna-ssl.com
ঘরের বাইরে কিচেনে কিংবা জানালার লোহার গ্রিলে প্লাস্টিক বোতল টাওয়ার গার্ডেন পদ্ধতি খুবই চমৎকার একটি বাগান করার পদ্ধতি। এই পদ্ধতিতে বাগান করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক্ষেত্রে আলাদা করে কোন পানির ব্যবস্থা করতে হয় না।
৪. ঝুলন্ত প্লাস্টিক বোতলে ক্যাকটাস লাগানো
Source: balconygardenweb-lhnfx0beomqvnhspx.netdna-ssl.com
আপনি যদি কম পরিচর্যা প্রয়োজন এমন কোন বাগান করতে চান? তাহলে এই আইডিয়াটি আপনার জন্য। আপনার একটা চমৎকার সৌন্দর্য পেতে আপনার প্রয়োজন হবে কিছু অর্ধেক করে কাটা প্লাস্টিকের বোতল, কিছু ক্যাকটাসের চারা এবং কিছু রঙিন সুতা যা দিয়ে বোতলগুলোকে একসাথে বেঁধে রাখা যাবে।
৫. কাঠের ফ্রেমে অর্ধ প্লাস্টিক বোতল দিয়ে ভার্টিকাল গার্ডেন
Source: balconygardenweb-lhnfx0beomqvnhspx.netdna-ssl.com
২ লিটার বোতল গলার দিক দিয়ে অর্ধেক করে কেটে কাঠের ফ্রেমে এমনভাবে স্থাপন করতে হবে যাতে একটা বোতল অন্য বোতলের উপরে অবস্থান করে এবং পানি একটি বোতল থেকে অন্য বোতলে প্রবেশ করতে পারে। ব্যাস পছন্দ অনুযায়ী লতা ও গুল্ম জাতীয় কোন উদ্ভিদ লাগিয়ে নিন। হয়ে গেলো আপনার পছন্দের বাগান।
৬. বোতল দিয়ে ভার্টিকাল গার্ডেনিং
Source: Flickr
সুন্দর সবুজায়নের জন্য বোতল লম্বালম্বি করে মাঝখান দিয়ে কেটে দরজার মতো করে কেটে চমৎকার করে বাগান করে সুন্দর আপনি পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরণের সৌন্দর্যবর্ধক উদ্ভিদ লাগিয়ে আপনার বাড়িকে করে তুলতে পারেন স্বর্গীয়।
৭. আরেকটি ভার্টিকাল গার্ডেন
Source: Dreamandgrowit
যদি আপনার যথেষ্ঠ জায়গা না থাকে তাহলে আপনি এই পদ্ধতি প্রয়োগ করে শূন্যকে কাজে লাগিয়েই বাগান করে ফেলতে পারেন!
৮. নেটে ঝুলন্ত প্লাস্টিক বোতল
Source: Straitstimes
চাইলে আপনি নেট বা জালের সাথে প্লাস্টিকের বোতল দিয়ে এভাবে সাজাতে পারেন আপনার বাগান।
৯. ঝুলন্ত প্লাস্টিকের বোতলের বাগান
Source: balconygardenweb-lhnfx0beomqvnhspx.netdna-ssl.com
সমান্তরালভাবে এই প্লাস্টিকের পরিত্যক্ত বোতল্গুলোকে চিত্রে দেখানো উপায়ে আপনি ব্যবহার করে ঘরের সামনে খুব চমৎকার ফুলের গাছ লাগিয়ে আপনার প্রতি প্রতিবেশীদের দৃষ্টি একদমই পাল্টে দিতে পারেন।
১০. পিরামিড প্লাস্টিক বোতল গার্ডেন
Image Credit: Pinterest
কাঠের তক্তা দিয়ে প্রথমে এরকম পিরামিড তৈরি করতে হবে, তারপর ঘন করে প্লাস্টিকের বোতলের কেটে নেয়া গলার অংশগুলোকে একপাশ দিয়ে ছিদ্র করে সুতা দিয়ে কাঠের ফ্রেমগুলোতে বেঁধে আপনি এভাবে দৃষ্টিনন্দন বাগান তৈরি করতে পারবেন।
বাগান করার এই আইডিয়াগুলো কি আপনার ভালো লেগেছে? তাহলে লাইক, কমেন্ট অশেয়ার দফিয়ে আমাদের সাথেই থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ...