
বুড়ো বয়সে স্নাতক কিংবা পিএইচডি অর্জন করা এই মানুষগুলো সবার জন্যই অনুপ্রেরণা!
স্বাভাবিক বয়সে গাউন পরে সমাবর্তনের ক্যাপ মাথায় পড়ে অফিসিয়ালি স্নাতক সম্পন্ন করার মাঝে আনন্দ আছে কিন্তু জীবনের একদমই শেষ পর্যায়ে যদি কোন ব্যক্তি তার স্নাতক, স্নাতকোত্তর কিংবা পি এইচ ডি অর্জন করেন সেটা কতোটা গর্বের কিংবা আনন্দের হতে পারে একবার ভেবে দেখুন! আজ আপনাদের সামনে আমরা এমন কিছু অতি উদ্যমী বুড়ো মানুষের কথা বলবো যারা তাদের শেষ বয়সে উচ্চ শিক্ষা অর্জন করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন! উল্লেখ্য যে তাদের মধ্যে কেউ কেউ প্রায় ১০০ বছর বয়স্ক! সত্যি এরা সকলে আবারো প্রমাণ করেছেন যে, বয়স আসলে একটা সংখ্যা মাত্র...
১. ২য় বিশ্বযুদ্ধে বাধ্যতামূলক এই ব্যক্তির যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল যার জন্য তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে পারেন নি। আজ তার বয়স ৯৮ এবং তিনি একজন গর্বিত হাই স্কুল ডিপ্লোমা সার্টিফিকেটধারী গ্র্যাজুয়েট। অনেক মানুষই ভাবে শিক্ষা শুধু চাকরী আর পদোন্নতির জন্য প্রয়োজন, কিন্তু শিক্ষা আসলে নিজের জড়তার মুক্তির অন্যতম ওষুধ সেটা অনেকেই ভুলে যান।
Credit: _twilliamson
২. ৯৭ বছরের এই বৃদ্ধা আনন্দে কেঁদে ফেলেন যখন কিনা তিনি তার উচ্চ মাধ্যমিক ডিপ্লোমার সার্টিফিকেট অর্জন করেন! মার্গারেট থোম বেকিমা নামের এই ভদ্র মহিলার ১৯৩৬ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার কথা থাকলেও ১৯৩২ সালেই মায়ের ক্যন্সার ও ভাই বোনদের দেখাশুনার কারণে পড়াশোনার ইতি টানতে হয়েছিল। ৭৯ বছর পর তিনি সেটা পুনরায় সম্পন্ন করলেন!
Credit: Monica Scott/mlive.com
৩. ২য় বিশ্বযুদ্ধের সময় এই দম্পতি বন্দী শিবিরে বহুদিন আটক অবস্থায় ছিলেন। আজ প্রায় ৭২ বছর পর তারা দুজনেই তাদের উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
Credit: Avianne Tan , tustintillers
৪. ৭২ বছর বয়সী এই নারী পি এইচ ডি ডিগ্রী অর্জন করেছেন। এবং তিনিই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বয়স্ক পি এইচ ডি হোল্ডার। ছবিটি তার নাতনি তুলেছেন। দেরি বলতে আসলে কোন কথা নেই ইচ্ছা থাকলে উপায় আপনার হবেই।
Credit: officer897177
৫. প্রথমে দেখে আপনি বুজতেই পারবেন না যে এখানে তরুণ ছাত্র ছাত্রীদের মাঝেই একজন মনের দিক দিয়ে তরুণ ৯২ বছরের স্নাতক সম্পন্ন কারী মহিলাও রয়েছেন। ডান দিকে প্রথম সারিতে প্রথম মানুষটি অন্যন্য ছাত্র ছাত্রীদের সাথে পড়াশুনা করেই স্নাতক সম্পন্ন করেছেন!
Credit: Chasep7
৬. অবশেষে তিনি স্নাতক সম্পন্ন করতে পেরেছেন। বাকিটা বুঝতে ওনার হাতে ধরা সাইনবোর্ডটার দিকে লক্ষ করুন।
Credit: Plebsplease
৭. একজন ছাত্র এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বলেন, এটাই তার স্নাতক সম্পন্ন করার সবচাইতে ভালো মুহুর্ত যখন প্রায় শত বছর বয়স্ক বৃদ্ধা তার স্নাতক সনদের জন্য আচার্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন সকলে দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছিলেন।
Credit: stellascura
৮. " আমার এই বন্ধু আমাদের সাথেই আইনে স্নাতক সম্পন্ন করেছেন তাও ৯৪ বছর বয়সে।" এভাবেই একজন ছাত্র তার অভিব্যক্তি প্রকাশ করেন।
Credit: Rockarmor
৯. "আমাদের বাবা ৭১ বছর বয়সে তার স্নাতক সম্পন্ন করেছেন এবং আমাদের মা তার ছেলেদের একটা অসাধারণ ছবি তোলার সুযোগ হাতছাড়া করেন নি।"
Credit: AlexSalt
১০. " আমি (২৫) এবং আমার বাবা (৫১) একই সাথে একি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছি"
Credit: reddit.com
১১. ৭২ বয়সী এই বাবা গত সপ্তাহে স্নাতক সম্পন্ন করেছেন। ইনি ভিয়েতনাম যুদ্ধের সময়ের প্রথম প্রজন্মের গ্র্যাজুয়েট।
Credit: CamaroNoir
১২. এই একক মা যার স্বামী সাথে নেই তিনি ৫ সন্তানের জননী হয়েও তিনি এই বয়সে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এটা আসলেই অসাধারণ একটা মুহুর্ত। তার সন্তানরা তাকে এই পথচলায় অনেক সাপোর্ট দিয়েছে।
Credit: Richard Holman Report
১৩. ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা এই প্রবীণ ৯৩ বছর বয়সে উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
Credit: guns.com
১৪. " যখন আমার দাদীমা ইস্ট টেনিসি স্টেট ইউনিভার্সিটি থেকে ৮৭ বছর বয়সে স্নাতক সম্পন্ন করেছেন।" এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন এই প্রবীণ মহিলার নাতনি।
Credit: sarahamanda88
১৫. ৬৫ বছর বয়সে তিনি স্নাতক সম্পন্ন করেছেন। আসলেই শিক্ষার কোন বয়স নেই।
Credit: TweakedMonkey
১৬. "আমার ৬২ বছরের অধিবাসী দাদীমা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ফুলেরটন থেকে হিসাববিজ্ঞান ও অর্থায়ন এর মতো কঠিন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন"
Credit: carolyndao
১৭. " আমার মা সামাজিক কর্ম বিষয়ে টুলেন বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি সম্পন্ন করেছেন।"
Credit: liftingtailsofcats
১৮. যেখানে অন্য সকলে ২২ বছর বয়সে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন সেখানে পেছনের এই ভদ্রলোক ৮২ বছর বয়সে তার স্নাতক সম্পন্ন করেছেন।
Credit: kananablah
১৯. ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধে নৌ বাহিনীতে যোগ দেয়ার কারণে ডোনাল্ড ডল স্কুল ত্যাগ করেন এরপর এখন ৯১ বছর বয়সে তিনি তার উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা সম্পন্ন করেছেন। সত্যি অসাধারণ।
Credit: ImpulseDecider Report
২০. " আজ আমার ৭৩ বছর বয়সী দাদীমা তার উচ্চ মাধ্যমিকের গ্র্যাজুয়েশান সম্পন্ন করেছেন।"
Credit: JOKOPOWER
২১. আমি এবং আমার ৪৯ বছর বয়সী মা একই সাথে মে মাসে আমাদের নার্সিং স্নাতক সম্পন্ন করেছি।"
Credit: maegan_kyleeee
২২. " আমার ৬৯ বছর বয়সী মা কে্নটাকিতে অবস্থিত মারে স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন।"
Credit: blusun2
আপনার পরিবারে কি এমন কেউ আছেন যিনি এতো দেরীতে পড়াশোনা শেষ করেছেন? আর এই মানুষগুলো কি আপনাকে অনুপ্রাণিত করেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ....