
এই আবেগগুলো অমূল্য ও অসাধারণ!
প্রথমবারের মত কিছু করার চেষ্টা করার সময় লোকেরা শক্তিশালী আবেগ অনুভব করে। ফটো এবং ভিডিওগুলির জন্য ধন্যবাদ। সোনিয়া ও অনিতা এর মত কিছু অসাধারণ গল্প প্রথমবারের মতো জানতে পেরেছি। এই দুই বোন যারা অন্ধ হয়ে জন্মায় । একটি চোখ অপারেশনের পর তারা প্রথম তাদের মাকে দেখতে পায়। প্রথম যে কথা দুই বোন পুনরাবৃত্তি করতে থাকে তা হছে, "মা! আমি দেখতে পাচ্ছি! আমি দেখতে পাচ্ছি!"
প্রথমবার এমন একটি বিষয় যা পুনরুদ্ধার করা যাবে না। তবে বর্তমানে এসব বিষয় ছবি এবং ভিডিওর সাহায্যে সংরক্ষণ করা যায়। এগুলো খুব মূল্যবান হয়। আজ আমরা আপনাদের জন্য যোগাড় করেছি এমনই মুল্যবান কিছু ছবি।
আদিবাসী শিশুরা প্রথমবারের মত আইপ্যাড দেখছে। তাদের এই হাসি খুবই মুল্যবান।
https://instagram.com/the_candourist
আমার অন্ধ বন্ধু প্রথমবারের মতো বিড়াল ধরেছে।
© Hatednation / Reddit
কয়েকবছর আগে আমার দাদী বলেছিল তার ১০০ তম জন্মদিনে সে বাইকে করে ঘুরতে চায়। আজ তার স্বপ্ন সত্যি হল।
© cheese_for_dinner / Reddit
চীনের এই বাচ্চারা লাল চুলের কাউকে আগে দেখেনি। তাই তারা প্রথমবারের মতো ছুঁয়ে দেখতে চেয়েছে!
© crayons932 / Reddit
আমার ভাতিজা প্রথমবারের মত কুকুর দেখল!
© HesBangingTwoCoconutsTogetha / Imgur
এই ষাঁড়টি প্রথমবারের মত সমুদ্র আর বালুচর দেখেছে। সে খুব মজা পাচ্ছে।
© GallowBoob / Reddit
আমার দাদীর তোলা প্রথম সেলফি!
© Unknown / Reddit
প্রথমবারের মতো জন্মদিনের কেক কাটা!
© glittertitz / Imgur
আমার মেয়ে প্রথমবারের মতো আঙ্গুর খেল!
© iBleeedorange / Reddit
প্রথমবারের মতো রোলার কোস্টারে চড়া!
© I_Eat_Crawfish / Reddit
প্রথমবার ব্যালেরিনা দেখে আমার মেয়ের অনুভূতি!
© Togakure / Reddit
আমার মেয়ে নিজের থেকে প্রথমবারের মতো কাপড় পড়ল!
© FatGirlRodeo / Reddit
আজ আমার মেয়ে প্রথববারের মতো নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ালো।
© wavetree / Reddit
প্রথমবার হুইলচেয়ার ছাড়া দাঁড়ানোর প্রচেষ্টা।
© TheGreatRadioControversy / Imgur
প্রথমবার এই সৈন্য তার ছোট মেয়েকে দেখছে!
© IGotBolognaInMyLeftPocket / Imgur
প্রথমবারের মত চলন্ত সিঁড়িতে!
© StudentCodex / Reddit
আসলেই এই অনুভূতিগুলোর কোন বিকল্প নেই। কোন মানদণ্ডে এদের বিচার করা যাবে না। আপনাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে আমাদের জানান।
আমাদের আয়োজন ভালো লাগলে লাইক, কমেন্ট। শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।