
এই মানুষগুলো পাগলাটে কর্মকান্ড দেখে চোখ বড় বড় করে তাকানো ছাড়া উপায় নেই!
গবেষকদের মতে স্মার্ট লোকেরা প্রায় বোকাদের মত জিনিস গুলো করে থাকে কারণ তাদের সমালোচনামূলক চিন্তা ও দক্ষতার প্রচন্ড পরিমাণ এর অভাব রয়েছে। প্রতিনিয়ত আমরা জেনে কিংবা না জেনে যৌক্তিক কিংবা অযৌক্তিক কাজের মাঝখানে জগা খিচুড়ি পাকিয়ে বিভিন্ন ধরনের বেদনাদায়ক পরিস্থিতি তৈরি করি, আজকের আয়োজনে আমরা আপনাদের দেখাবো যৌক্তিক অযৌক্তিক কাজে জগাখিচুড়ি পাকিয়ে যারা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য।
এই ভদ্রলোকের কর্মকাণ্ড না দেখলেই জানতেই পারতাম না ঘরের ভ্যাকুয়াম মেশিন দিয়ে ছাদ পরিষ্কার করা যায়
গরিবের সস্তায় গেমিং সেটআপ (PUBG সেট আপ)
আহা ভালোবাসা ! যদি পেছনের চিত্র টা দেখা যেতো
এই ছবি আমাদের হাজারো প্রশ্নের জন্ম দিয়ে গিয়েছে, খুব জানতে ইচ্ছে করে গাড়িটি কেউ মাতাল অবস্থায় চালাচ্ছিল নাকি গাড়ি নিজেই মাতাল ছিল
এই আংগুলের ডিজাইনার কে সেটা খুব জানতে ইচ্ছে করে এবং এই আঙ্গুল এর কাজ কি ?
ভদ্রলোক ভার্চুয়াল রিয়েলিটিতে বিয়ে করছে, সম্ভবত পৃথিবীর সবচেয়ে দুঃখজনক বিবাহ
নিয়ম যাদের অভিধানে নেই
তিনি সম্ভবত গিনেজ বুকে নিজের নাম লিখাতে চাইছেন
যেকোনো ধরনের কারভ যাদের জন্য কোন সমস্যা না
সুন্দর ফেসিয়াল হয়ে গেল
তিনি সম্ভবত কোন সাম্রাজ্যের রাজা, কোন সাম্রাজ্যের আপনারাই বিবেচনা করুন
নিয়ম-নীতির ধারক-বাহক কোনটাই তিনি নয়
পিছনের ব্যক্তিটির অভিব্যক্তি দেখে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তার অনুভূতি
নিমো আজকাল আর আগের মত নেই
ছবিতে বোঝা যাচ্ছে তারা কেমন আনন্দ পাচ্ছে
এ ধরনের সাইকেল এর বেলায় টায়ার পাংচারের কোন ভয় নেই
গরিবের জাকুজি, যেখানেই পাবেন কাপড়-চোপড় খুলে শুয়ে পড়তে পারেন
দুর্ভাগ্যজনকভাবে কফিন যদি এভাবে করে পিলারের সাথে লাগিয়ে যেতে হয় সেই ব্যক্তিটির সম্ভবত মৃত্যুর পরও শান্তি নেই
কমেডের শো রুম বলে কথা যেখানে টেবিলের কোন স্থান নেই, কি আর করা কমরেড ঢাকাতেই খান
ফ্যাশন সাম্রাজ্যের সম্রাট তিনি
সবকিছু কি আর তালগোল পাকিয়ে করা যায় ? কিছু কিছু বেলায় সস্তায় সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়, করতে চাইলে করতে পারেন সে ক্ষেত্রে পরে আফসোস করবেন।
কোন ছবিটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার আশে পাশের যে কোন ভালো কিংবা মজার ছবি যদি আমাদের মাধ্যমে পেইজে অথবা আর্টিকেলে শেয়ার করতে চান তাহলে আমাদের ফাঁপরবাজ পেইজের ইনবক্সে ছবিটি কোথায় উঠানো এবং কে উঠিয়েছেন এই তথ্য সহ মূল ছবিটি পাঠাতে পারেন, পরবর্তিতে আমরা আপনার তোলা ছবি সবার সাথে শেয়ার করব। সাথে থাকার জন্য ধন্যবাদ