
দক্ষিণী তারকাদের অবাক করা সম্পদের পরিমাণ
দেশ ও দেশের বাইরে ভারতের অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি দক্ষিণী তারকারা। বর্তমানে, দক্ষিণী ফ্লিম ইন্ডাস্ট্রিতে রয়েছে অসংখ্য বিশ্বমানের অভিনেতা। অভিনয়ে যারা বলিউড তারকাদের সাথে পাল্লা দিয়েই এগিয়ে চলছে। শুধু অভিনয়ই নয়, সম্পদের দিক থেকেও কোন অংশে বলিউড তারকাদের চেয়ে পিছিয়ে নেই তারা। দক্ষিণী তারকাদের অবাক করা সম্পদের পরিমাণ জানবো আজকের আয়োজনে-
১. নাগার্জুন
নাগার্জুন
'ডন নং ১' খ্যাত এই দক্ষিণী তারকার সম্পদের পরিমাণ প্রায় ৩০০০ কোটি রুপি।
২. রাম চরণ
রাম চরণ
দক্ষিণ ভারতের সফল এই অভিনেতার সম্পদের পরিমাণ প্রায় ২৮০০ কোটি রুপি।
৩. চিরঞ্জীবী
চিরঞ্জীবী
তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীর সম্পদের পরিমাণ প্রায় ১৫০০ কোটি রুপি।
৪. জুনিয়র এনটিআর
জুনিয়র এনটিআর
'জয় লাভা কুস' তারকার সম্পদের পরিমাণ প্রায় ১০০০ কোটি রুপি।
৫. নন্দনকুমারী বালাকৃষ্ণ
নন্দনকুমারী বালাকৃষ্ণ
৮০০ কোটি রুপি সমপরিমাণ সম্পদের মালিক তেলেগু সিনেমার সুপরিচিত এই অভিনেতা।
৬. কমল হাসান
কমল হাসান
খুব কম মানুষই আছেন যারা 'চাচী ৪২০' সিনেমাটি দেখননি। এই খ্যাতিমান অভিনেতা ও পরিচালক ৬৭৫ কোটি রুপি সম্পদের মালিক।
৭. রজনীকান্ত
রজনীকান্ত
অত্যন্ত গুণী, মেধাবী ও সর্বজন সম্মানীয় এই অভিনেতা দক্ষিণ ভারতে দেবতাতুল্য। সুপারস্টার রজনীকান্তের সম্পদের পরিমাণ প্রায় ৮৭৫ কোটি রুপি।
৮. আল্লু অর্জুন
আল্লু অর্জুন
দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার সম্পদের পরিমাণ ৩৬০ কোটি রুপি প্রায়।
৯. অজিত
অজিত
অভিনয়ের পাশাপাশি একজন ব্যবসায়ীও তিনি। অজিতের সম্পদের পরিমাণ ১৮৭ কোটি রুলি।
১০. প্রভাস
প্রভাস
'বাহুবলি' তারকার সম্পদের পরিমাণ ৪৮০ কোটি রুপি।
১১. মহেশ বাবু
মহেশ বাবু
১৫০ কোটি টাকা মূল্যের সম্পদ রয়েছে 'স্পাইডার অভিনেতা' হিসেবে পরিচিত মহেশ বাবুর।
১২. বিক্রম
বিক্রম
১৩৪ কোটি মূল্যের সম্পদের মালিক বিক্রম।
১৩. বিজয়
বিজয়
১২৬ কোটি রুপি সমমূল্যের সম্পদের মালিক 'থুপ্পানি স্টার'।
১৪. সুরিয়া
সুরিয়া
জনপ্রিয় অভিনেতা সুরিয়ার সম্পদের পরিমাণ ২২০ কোটি রুপি।
১৫. রানা দজ্ঞুবাতি
রানা দজ্ঞুবাতি
'বাহুবলি' তারকা রানা দজ্ঞুবাতির সম্পদের পরিমাণ প্রায় ১৪০ কোটি রুপি।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ...