
বলিউডের সেরা আইটেম কন্যাদের পারিশ্রমিক
বলিউড অভিনেতা-অভিনেত্রী, খলনায়কদের পাশাপাশি বেশ কদর রয়েছে আইটেম কন্যাদের। আবেদনময়ী দৃশ্য বা গানের জন্য অনেক টাকা পারিশ্রমিক পান তারা। বলিউডের সেরা আইটেম কন্যাদের পারিশ্রমিক সম্পর্কে জানবো আজকের আয়োজনে। চলুন জেনে আসা যাক-
চিত্রাঙ্গদা সিং
চিত্রাঙ্গদা সিং
'কাফিরানা' সিনেমার আইটেম নাম্বারে নাচতে দেখা গেছে চিত্রাঙ্গদা সিংকে। এই আইটেম নাম্বারের জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছিলেন ৬০ লক্ষ রুপি।
মল্লিকা শেরাওয়াত
মল্লিকা শেরাওয়াত
বলিউডের হট ও আকর্ষণীয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত ২টি আইটেম গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন।
বিপাশা বসু
বিপাশা বসু
ওঙ্কারা সিনেমার আইটেম নাম্বারে নাচের জন্য ৬০ লক্ষ রুপি নিয়েছেন বলিউডের এই বঙ্গললনা।
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা
'দাবাং গার্ল' সোনাক্ষী সিনহা পার্টি অল নাইটে স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৬ কোটি রুপি।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ
বলিউডের অন্যতম জনপ্রিয় ও লাস্যময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ চিকনি চামেলি-র জন্য পেয়েছিলেন ৫০ লাখ রুপি।
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া
বাবলি বদমাশ আইটেম নাম্বারে নাচের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
জ্যাকলিন ফার্নান্ডেজ
জ্যাকলিন ফার্নান্ডেজ
একটি আইটেম গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন বলিউডের এই শ্রীলংকান সুন্দরী।
কারিনা কাপুর
কারিনা কাপুর
সাইফ আলি খান পত্নী কারিনা কাপুর হলকট জওয়ানি গানে নাচের জন্য নিয়েছিলেন ৫ কোটি রুপি।
সানি লিওন
সানি লিওন
শুরুর দিকে বলিউড 'হট কুইন' প্রতিটি আইটেম গানের জন্য নিতেন ২৫ লক্ষ রুপি। কিন্তু, বর্তমানে প্রতিটি আইটেম গানের জন্য নেন ৩ কোটি রুপি।
মালাইকা অরোরা
মালাইকা অরোরা
আইটেম গানের কথা উঠলেই সবার আগেই মাথায় আসে মালাইকা আরোরার নাম। প্রতিটি আইটেম গানের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক পান মালাইকা।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ...