
অজপাড়া গাঁ থেকে এসে বলিউডে রাজত্ব করা সেলিব্রেটিরা
বলিউডের এমন অনেক তারকা আছেন যারা মুম্বাই শহর থেকে অনেক দূরের ছোট্ট গ্রাম, অজপাড়া গাঁ থেকে এসে অভিনয় দক্ষতা ও কঠোর সংগ্রাম করে দখল করে নিয়েছেন বলিউড। এমনই তারকাদের নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন দেখে আসা যাক-
মনোজ বাজপেয়ী
মনোজ বাজপেয়ী
নেপাল সীমান্তের কাছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেলয়া গ্রামে জন্ম অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিনয় দিয়ে অনেক আগেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।
নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজউদ্দিন সিদ্দিকি
বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত নাম নওয়াজউদ্দিন সিদ্দিকি। উত্তরপ্রদেশের মুজফ্ফর নগরের ছোট্ট শহর বুধানাতে জন্মগ্রহণ করা এই অভিনেতার অভিনয়ে মুগ্ধ পুরো বলিউড। সময় পেলে এখনো নাকি নিজ গ্রামে গিয়ে চাষের কাজে নেমে পড়েন তিনি।
পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া
হরিয়ানার অম্বালা শহর থেকে উঠে পরিণীতি চোপড়ার বলিউডে জায়গা করে নিতে কম কষ্ট করতে হয়নি। বলিউডে আসার আগে ব্যাংকে চাকরি করেছেন। মুম্বাই এসে লেগে পড়েন যশ রাজ ফিল্মসে পাবলিক রিলেশনসের কাজে। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডে।
কাদের খান
কাদের খান
তিনশোরও বেশি সিনেমাতে অভিনয় করা কাদের খান পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। আফগানিস্তানের কাবুল থেকে ছোটবেলায় মুম্বাই চলে এসেছিলেন কাদের খান। অনেক সংগ্রামের পর নিজেকে বলিউড অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।
বিদ্যা বালান
বিদ্যা বালান
পুথামকুরুসি নামের একটি ছোট শহর থেকে উঠে এসে বলিউড ও দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন নতুন নতুন চমক। বিদ্যা বালান অভিনীত অনেক সিনেমা দর্শক তালিকায় শীর্ষে অবস্থান করছে।
রিচা চাড্ডা
রিচা চাড্ডা
অমৃতসরে জন্ম নেওয়া রিচা পড়াশোনা করতে দিল্লিতে এসেছিলেন। কঠিন সংগ্রামের পর, মসান, ফুকরে, গ্যাঙ্গস অব ওয়াসিপুরের মতো সিনেমাতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শক হৃদয়।
ইরফান খান
ইরফান খান
বলিউডের পর হলিউড জয় করা ইরফান খানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। রাজস্থানের জয়পুর জন্ম নেওয়া এই গুণী অভিনেতা এক প্রকার যুদ্ধ করেই নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন।
সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত
বিহারের পটনা শহর জন্মগ্রহণ করা সুশান্ত সিং রাজপুত টিভি সিরিয়ালে হাত পাকিয়ে নিয়েই একদিন হঠাৎ করে ডাক পেয়ে যান সিনেমায়। বলা যায়, নিজেকে এই জায়গায় আনতে বেশ কাঠ-খড় পোড়াতে হয়েছে তাকে।
প্রীতি জিনতা
প্রীতি জিনতা
একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে বর্তমানে খুব একটা অভিনয় করতে দেখা যায় না। হিমাচল প্রদেশের শিমলা শহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী বর্তমানে ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন।
দীপক দোব্রিয়াল
দীপক দোব্রিয়াল
উত্তরাখণ্ডের ছোট্ট গ্রাম সাতপুল থেকে উঠে আসা দীপক দোব্রিয়াল প্রধান চরিত্রে দেখা না গেলেও, পার্শ্বচরিত্রে একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। মূল ভূমিকায় অভিনয় না করলেও, তার অভিনীত প্রত্যেকটি চরিত্রই বলিউডে প্রশংসা পেয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া
জামশেদপুরে জন্ম নেওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের পর বর্তমানে হলিউডেও যথেষ্ট জনপ্রিয়। বরেলীতে বেড়ে ওঠা এই অভিনেত্রী তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়।
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত
বলিউড ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানাউতের জন্ম হিমাচলের মান্ডি জেলার ভাম্বালা গ্রামে। নানা সময়ে বলিউডে আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ...