
বলিউডের সফল ব্যবসায়ী সেলিব্রেটিরা
সিনেমা জগত তাদের দিয়েছে অসম্ভব জনপ্রিয়তা ও সম্পদ। রঙিন এই দুনিয়ার বাইরেও ব্যবসায়ী হিসেবেও বেশ সুনাম অর্জন করেছেন এইসব বলিউড সেলিব্রেটিরা। ব্যবসায় সফলতা লাভ করা এমনই কয়েকজন বলিউড সেলিব্রেটি সম্পর্কে জানবো আজকের আয়োজনে। চলুন জেনে নেওয়া যাক-
অভিষেক বচ্চন
অভিষেক বচ্চন
খ্যাতিমান বলিউড অভিনেতা অমিতাভ পুত্র অভিষেক বচ্চন বাবার মতো রূপালি পর্দায় তেমন সুনাম অর্জন করতে পারেননি। অভিনয়ে সুনাম কুড়াতে না পারলেও, ব্যবসায়িক বুদ্ধিতে বেশ এগিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের স্বামী। ২০১৪ সালে আইএসএল টিম চেন্নাই এফসি এবং প্রো কাবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থার্স কিনেন তিনি।
শিল্পা শেঠি
শিল্পা শেঠি
অভিনয়ে খুব একটা দেখা না গেলেও, থেমে নেই শিল্পা শেঠি। রিয়্যালিটি শোতে বিচারকের আসন অলংকৃত করার সাথে সাথে বেশ কিছু ব্যবসার সাথেও জড়িত তিনি।
সুস্মিতা সেন
সুস্মিতা সেন
প্রাক্তন এই বিশ্ব সুন্দরীর দু’একটি সিনেমা বাদে তেমন একটা হিট সিনেমা নেই তার ভান্ডারে। তবে, ব্যবসায়ী হিসেবে বেশ সফল সুস্মিতা সেন। একাধিক হোটেল ও স্পা সেন্টারের পাশাপাশি দুবাইয়ে তার গহনার ব্যবসা রয়েছে। এছাড়াও, তন্ত্র এন্টারটেনমেন্ট নামের একটি প্রযোজনা সংস্থা রয়েছে তার।
টুইঙ্কেল খান্না
টুইঙ্কেল খান্না
বলিউড 'খিলাড়ি' অক্ষয় কুমারকে বিয়ে করে বলিউডের রূপালি পর্দাকে অনেক আগেই বিদায় জানিয়েছেন টুইঙ্কেল। তবে, অভিনয় ছেড়ে লেখক ও ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বেশ সুনাম লাভ করেছেন। অক্ষয় অভিনীত ‘প্যাডম্যান’ সিনেমার কল্যাণে বর্তমানে তিনি একজন প্রযোজকও বটে।
সুনীল শেঠি
সুনীল শেঠি
বর্তমানে খুব কমই অভিনয় করতে দেখা যায় তাকে। অভিনয় ছেড়ে একজন ভালো ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সুনীল শেঠি। পপকর্ন এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি, ভারতের প্রায় সব স্থানে ফিটনেস সেন্টার রয়েছে তার।
শাহরুখ খান
শাহরুখ খান
মার্কেটিংয়ের গুরু বলা হল বলিউড 'বাদশা' শাহরুখ খানকে। সিনেমার মতো ব্যবসার যেসব জায়গায় হাত দিয়েছেন সেখানেই সফল তিনি। কিং খান রেড চিলিজের ব্যানারে প্রযোজনা করেন তো বটেই, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিকও তিনি।
করিশমা কাপুর
করিশমা কাপুর
বলিউড ডিভা কারিশমা কাপুর অভিনয়কে বিদায় বলে দিয়েছেন অনেক আগেই। বিচ্ছেদের পর ব্যবসায় মনোনিবেশ করেছেন তিনি। বর্তমানে, Babyoye.com নামের ই-কমার্স সাইটের মালিক কারিশমা।
অর্জুন রামপাল
অর্জুন রামপাল
অভিনেতা হিসেবে বেশ সমাদৃত অর্জুন রামপাল। ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘চেজিং গণেশা’ ও ‘ল্যাপ’ নামে একটি বিশাল বার তথা রেস্তোরাঁ রয়েছে এই হ্যান্ডসাম অভিনেতার।
প্রীতি জিনতা
প্রীতি জিনতা
বলিউডের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে বর্তমানে অভিনয় করতে দেখা যায় না। তার সব মনোযোগ এখন ব্যবসায়।আইপিএলের দল কিং ইলাভেন পাঞ্জাবের পাশাপাশি, প্রযোজনা সংস্থার মালিকানা রয়েছে তার।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ...