
প্রাণীদের নিয়ে আমরা কিছু নাটকীয় বিষয় সত্য বলে মেনে নেই!
প্রাণীদের নিয়ে এমন কিছু মিথ প্রচলিত আছে যা আমরা অনেকেই বিশ্বাস করি, কিন্তু বাস্তবে তা সত্য নয়। জেনে নেওয়া যাক প্রাণীদের সম্পর্কে এমন কিছু মিথ যা আমরা এখনো বিশ্বাস করি...
১। আমাদের অনেকেরই ধারণা কুকুর শুধুমাত্র সাদা-কালো রঙ দেখতে পায়। কিন্তু বাস্তবে কুকুর সবধরনের রঙই দেখতে পায়, তবে তা মানুষের চেয়ে কম।
ছবিঃ ১
২।প্রচলিত কুসংস্কার, ষাঁড় লাল রং দেখলে তাড়া করে, বাস্তবে এটির ভিত্তি নেই। চোখের সামনে যেকোনো কিছু দ্রুত নড়াচড়া করতে দেখলে ষাঁড় তাড়া করে। ষাঁড় বাস্তবে কোন রঙই চিনতে পারে না।
ছবিঃ ২
৩। প্রচলিত মিথ, বিপদের সময় উটপাখি বালিতে মুখ লুকায়। বাস্তবে এই কথার কোন ভিত্তি নেই। বিপদ আঁচ করতে পারলে উটপাখি দ্রুতই সেই স্থান থেকে পালিয়ে যায়।
ছবিঃ ৩
৪। ব্যাঙকে স্পর্শ করলে বা মেরে ফেললে আপনার গায়ে ফোসকা পড়বে। এটা সত্যি নয়।
ছবিঃ ৪
৫। অনেকের ধারণা হাতি খুব দ্রুত হাঁটে, কিন্তু বাস্তবে হাতি আস্তে আস্তেই পা ফেলে।
ছবিঃ ৫
৬। প্রচলিত মিথ, তিমি গাড়ি গিলে ফেলতে পারে বাস্তবে তিমি তা করতে পারে না। তিমি খুব ছোট ছোট জিনিস গিলতে পারে।
ছবিঃ ৬
৭। ইঁদুর চিজ(পনির) খুবই পছন্দ করে, কিন্তু চিজ (পনির) তাদের প্রিয় খাবার নয়।
ছবিঃ ৭
৮। আমাদের ধারণা মাছ শব্দ করতে পারে না, কিন্তু সব মাছই ভিন্ন ভিন্নভাবে শব্দ করতে পারে।
ছবিঃ ৮
৯। গন্ডারের নাকের উপর একটি শিং আছে, এটি কোন শিং নয় একটি মাংসপিন্ড মাত্র।
ছবিঃ ৯
আশা করি আপনাদের প্রাণীদের সম্পর্কে ভুল ধারণার অবসান ঘটেছে। আপনার মতামত জানাতে ভুল করবেন না যেন....