
বিজ্ঞান বলছে - প্রথম দেখায় ভালোবাসা (লাভ এট ফার্স্ট সাইট) প্রেম নয়, শারীরিক চাহিদা মাত্র!
প্রথম পলকে প্রেমে পড়া অর্থাৎ, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’-কে চলচ্চিত্র কিংবা সাহিত্য দুই জায়গাতেই মহিমান্বিত করা হয়েছে। অনেকে প্রথম দেখাতে প্রেমে পড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং হচ্ছেন। কিন্তু, প্রথম দেখার প্রেম প্রাথমিক মোহ আর কামবোধ ছাড়া কিছুই নয় বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা! সত্যিকারের ভালোবাসা এই জাতীয় প্রেমে নেই বলে মনে করেন তারা।
Source: Internet
এ জাতীয় প্রেমে পড়ার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে শুধু কামনার বিষয়টিই মূখ্য। তবে, সময়সাপেক্ষে এর ফলাফল ব্যতিক্রমী হতেও পারে।পাঁচশ ডেটিং সাক্ষাৎকার ও ২২ বছরের কম বয়সী ২৫০ জনের অংশগ্রহণে সম্পর্ক গবেষণার বিষয়ে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি জার্নাল প্রকাশিত হয়।
Source: Internet
অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার আলোকে প্রথম দেখা ও প্রেমে পড়ার অভিজ্ঞতার বিষয়ে জানতে চাওয়া হয়। তথ্যগুলো যাচাই বাছাইয়ের পর এই বিষয়ে বিজ্ঞান নির্ভর বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা।
প্রথম দেখাতেই কী প্রতিশ্রুতি, বিশ্বাস, পাশে থাকার অঙ্গীকার, সহানুভূতি, দায়িত্ব এসব ভাবনা কাজ করে? নাকি শুধু শারীরিক আকর্ষণই বেশি বোধ হয়? সেক্ষেত্রে বলতে হয়, প্রতিশ্রুতি, বিশ্বাস, পাশে থাকার অঙ্গীকার, সহানুভূতি, দায়িত্ব এসব ভাবনা এতো অল্প সময়ের মধ্যে মানুষের চিন্তায় আসা খুব একটা সম্ভব নয়।
Source: Internet
মনোবিজ্ঞানীরা বলছেন, প্রথম দেখায় প্রেমের উপাদান প্রেমে প্রতিশ্রুতি আর মানসিক ঘনিষ্ঠতার বিষয়টি থাকে না বললেই চলে। শারীরিক বেশিরভাগ ক্ষেত্রে এই প্রেমের মূল ভিত্তি। আর তাই এই ধরনের অতি কম সংখ্যক সম্পর্কই পরিণয়ে গড়ায়। অংশগ্রহণকারীরাদের মতে, প্রথম দেখার প্রেমে প্রাথমিক স্তরের মোহ এবং শারীরিক চাহিদা বেশি থাকে।
Source: Internet
ফোনে আলাপচারিতা বা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হওয়ার পর, ডেটিং এ গেলে প্রায় সময় হাতাশ হতে হয়। দেখা করার পর একজনের খুব ভালো লাগলেও, অন্যজনের পালিয়ে বাঁচার উপক্রম হতে পারে। আর যদি একে অপরকে ভালো লেগেই থাকে তবে খুব অল্প দিনেই তা টের পেয়ে যাবেন। এক্ষেত্রে অনেক উজ্জ্বল ব্যাতিক্রমও রয়েছে। সত্যি কথা হলো ভালোবাসার সম্পর্কে উভয়েরই একটা নিরলস, সঙ্গতিপূর্ণ লেগে থাকাটা জরুরী।
Source: Internet
একটু ভুলেই ভালোবাসা ভালোলাগা উবে যেতে পারে। ভালোবাসার বিশ্বাসের যে ভিত্তি প্রস্তুত হয় সেটা অনেক দিনের চেষ্টা দিয়ে, যত্ন দিয়ে, পাশে থাকা আর মন বুঝতে চাওয়ার প্রয়াস দিয়ে। যদি ভালোবাসায় বন্ধুত্ব যোগ হয় তাহলে তো বেশ ভালোই।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ...