
বলিউড সেলিব্রেটিদের বিরল ও অদেখা কিছু ছবি
সেলিব্রেটিরাও রক্তমাংসের মানুষ, তাদের রঙিন ঝলমলে পোশাকের নিচে বসত করে অতি সাধারণ সাদাকালো একটি জীবন। একসময় তারাও ছিলেন কচি খোকা–খুকি। বলিউডের দাপুটে অভিনেতা-অভিনেত্রীদের বিরল ও অদেখা কিছু ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন দেখে আসা যাক-
টাইগার শ্রফকে প্রথম ফিল্মফেয়ার যাত্রা - ছবিতে দুই বছরের টাইগার শ্রফকে কোলে নিয়ে রেখাকে পুরস্কার তুলে দিচ্ছেন জ্যাকি শ্রফ।
Source: Internet
সন্তানদের সাথে ধর্মেন্দ্রর পুরনো একটি ছবি।
Source: Internet
বাবা রাজেশ খান্না ও মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ১৯৯০ সালের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্না।
Source: Internet
তিন খান্না - অক্ষয় খান্না ও রাহুল খান্নাকে নিয়ে বাবা বিনোদ খান্না।
Source: Internet
মা সোনি রাজদানের কোলে ছোট্ট আলিয়া।
Source: Internet
স্ত্রী জয়া বচ্চনকে কোলে নিয়ে গান গাইছেন 'বিগ বি' অমিতাভ বচ্চন
Source: Internet
‘কুলি’ সিনেমার শুটিংয়ের সেটে দুর্ঘটনায় পরে হাসপাতালে অমিতাভ বচ্চন - ১৯৮২ সালে তোলা ছবিটি শেয়ার করে অভিষেক বচ্চন লিখেছেন, আমরা ভাইবোন আর কাজিনরা সবাই মিলে বাবাকে দেখতে গিয়েছিলাম।
Source: Internet
দাদার সঙ্গে ত্রিশলা - সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলার বয়স এখন ৩১ বছর। দাদা সুনীল দত্তের সাথে তোলা এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমাকে বড্ড মনে পড়ে দাদু।’
Source: Internet
ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে অর্জুন কাপুর লিখেছেন, ‘বলুন তো এরা কারা?’ ছবিতে হাসিমুখের অর্জুন কাপুর, অংশুলা কাপুর, ছোট্ট শানায়া কাপুর, সোনম কাপুর, হর্ষবর্ধন কাপুর আর রিয়া কাপুরকে দেখা যাচ্ছে।
Source: Internet
মাকে চুমু খাচ্ছেন করণ জোহর - ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে করণ লিখেছেন, ‘আমার পৃথিবী।’
Source: Internet
বাবা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের সাথে বলিউড অভিনেত্রী সারা আলী খান। ছবিটি বলে দেয়, বিচ্ছেদের আগে একটা সুন্দর সংসার ছিল এই দম্পতির।
Source: Internet
বাবা মাহেশ ভাটের জন্মদিনে ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘প্রতিটি জীবনে যেন আমি তোমাকে বাবা হিসেবে পাই।’
Source: Internet
শশী কাপুরকে স্মরণ - শশী কাপুরের মৃত্যুর খবর শুনে ছবিটি শেয়ার করেন অনুপম খের।
Source: Internet
বাবা রাজেশ খান্নার সঙ্গে অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্না - বাবার জন্মদিনে ছবিটি শেয়ার করে টুইঙ্কেল খান্না লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, বাবা।’
Source: Internet
সব বুড়ো একসঙ্গে - বড় পর্দার বড় সেলিব্রেটিরাও একসময় বুড়ো হয়ে যান।
Source: Internet
বৈচিত্র্যময় চরিত্র দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করা রিচা চাড্ডার ছোটবেলার ছবি।
Source: Internet
মা জয়া বচ্চনকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবিটি শেয়ার করেন বলিউড 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন পুত্র অভিষেক বচ্চন।
Source: Internet
সিদ্ধার্থ কাপুরের সপ্তম জন্মদিন - বলিউডের আজকের বড় বড় সেলিব্রেটিরা তখন কতো ছোট ছিলেন!
Source: Internet
ভিকি কৌশলের শৈশব - ছবিতে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আছেন ভিকি কৌশল।
Source: Internet
পরিচালক ও প্রযোজক বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরের সাথে তার দুই সন্তান ছোট্ট অর্জুন কাপুর ও অংশুলা কাপুর।
Source: Internet
এক ছবিতে তিনি ভাই - বনি কাপুর, অনিল কাপুর ও সঞ্জয় কাপুর।
Source: Internet
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রামে মা শ্রীদেবী ও বাবা বনি কাপুরের হাসিমুখের ছবি।
Source: Internet
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ...